• ঢাকা বুধবার
    ২১ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

জীবন-জীবিকার জন্যও ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৫০ পিএম

জীবন-জীবিকার জন্যও ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

সিটি নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকার জন্য এক কোটি টাকাও দেবে সরকার। প্রধান উপদেষ্টা ফান্ড থেকে এ অর্থ দেওয়া হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের জন্য দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

একটি হলো, হাদির পরিবারের জন্য এক কোটি টাকা মন্ত্রিপরিষদ বিভাগ ও ফাইন্যান্স মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, যা তাদের ফ্ল্যাট বা বাড়ির জন্য ব্যয় হবে।
তিনি আরও বলেন, আমরা আলাদাভাবে আরও এক কোটি টাকা দেব। এটি প্রধান উপদেষ্টা ফান্ড থেকে দেওয়া হবে এবং জীবন ও জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করা হবে।

আর্কাইভ