প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৫৩ পিএম
৩০০ আসনে একসাথে হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ; পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারিই হচ্ছে নির্বাচন। এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আজ মাঝরাত থেকে ছাপানো হবে ব্যালট পেপার।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৬ কোটি ৪৮ লাখ পুরুষ ভোটার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এবারের ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি ও বুথ থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।
তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৫ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ১৮-১৯ জন
শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনকে (ইসি) যতোটুকু সহায়তা লাগে, সেটা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি নির্দেশ দিয়েছেন, নির্বাচনের সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। যেখানে বিদ্যুতের সংকট হবে, সেখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে।