 
              প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৭:৪৮ পিএম
-20231212074856.jpg) 
                 ছবি: সংগৃহীত
বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানই যথেষ্ট বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আগুন সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানই যথেষ্ট। তিনি বিএনপিকে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দলে পরিণত করেছেন। সংগঠনটিকে সন্ত্রাসী দলে পরিণত করেছেন।
তিনি বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে পলাতক দলে পরিণত হয়েছে। বিএনপিকে মুসলিম লীগে পরিণত করতে তারেক রহমানই যথেষ্ট।
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসীদের সাথে কোনো সংলাপ কিংবা আলোচনা হতে পারে না।
তিনি আরও বলেন, সরকার আবারও ক্ষমতায় আসলে সরকার আগুন সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করবে।
বিদেশিদের সঙ্গে সরকারের দূরত্ব মিটে গেছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মহলের সঙ্গে সরকারের সম্পর্ক ইতিবাচক। বিদেশিদের সঙ্গে আমাদের যে দূরত্ব ছিল তা মিটে গেছে।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      