• ঢাকা বৃহস্পতিবার
    ২২ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:০৮ পিএম

শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেট ব্যুরো

দীর্ঘ ২১ বছর পর নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।

No photo description available.

সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।

এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করবেন।

No photo description available.

পরদিন বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুর রিয়ার এডমিরাল এম এ খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।

এদিন বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান।

এরপর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি।

এদিকে দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম শ্বশুরবাড়ি সিলেট সফরে এলেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সমাবেশেও প্রথমবারের মতো বক্তৃতা রাখবেন তিনি। চেয়ারম্যান হিসেবে প্রথমবার সিলেটে এসে মাজার জিয়ারতও করলেন তিনি।

স্বদেশ প্রত্যাবর্তনের সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করলেও তখন সিলেট সফরের কোনো কর্মসূচি ছিল না।

এবারের সফরে সরাসরি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
হাজার হাজার মানুষ ও নেতাকর্মীর অপেক্ষা তারেক রহমানকে এক নজর দেখার জন্য নগরের পথে পথে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষা করেন। হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রবেশ পথেও জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। মাজার গেট এলাকায় হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান।

আর্কাইভ