• ঢাকা শুক্রবার
    ২৩ জানুয়ারি, ২০২৬, ১০ মাঘ ১৪৩২

নির্বাচনী প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:০৭ এএম

নির্বাচনী প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান

সিটি নিউজ ডেস্ক

নির্বাচনি প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘড়ির কাটার তখন রাত পৌনে ৪টা। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ভৈরব ও নরসিংদীর পথসভা শেষ করে ভোর পৌনে ৪টায় নারায়ণগঞ্জে আসেন তারেক রহমানকে বহনকরা সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি।

এদিকে রাত ৮টার আগ থেকেই আড়াই হাজারের পাঁচ রক্ষী বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা।  

May be an image of lighting, speaker and crowd

সারারাত জেগে  অপেক্ষায় থাকেন নেতাকর্মীরা। ভোর পৌনে ৪টায় যখন তারেক রহমানের গাড়িটি সমাবেশ স্থলে থামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দিয়ে স্বাগত জানান তারেক রহমানকে।

এ যেন আড়াই হাজারের মানুষের কাছে এক অন্যরকম রাত। হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ সারারাত জেগে অপেক্ষা করলেও যেন কোনো ক্লান্তির ছাপ নেই তাদের মধ্যে।  দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানকে এক নজর দেখার জন্য সবাই ছিল আবেগে আপ্লুত। মুর্হুমুহু স্লোগান আর স্লোগান প্রবালিতে মুখরিত হয়ে উঠে পুরো সমাবেশস্থল।    

জনসভা মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতেই তারেক রহমান নির্ধারিত সময়ে না আসতে পেরে দুঃখ প্রকাশ করে স্থানীয় জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

May be an image of crowd

তিনি বলেন, সিলেট থেকে আসার পথে রাস্তায় বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে আসতে সময় লেগেছে। রাত ৮টায় আসার কথা থাকলেও আসতে দেরি হয়েছে।  

একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জের জনগণকে ভোর ৪টা পর্যন্ত জেগে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত জনতা হাত তুলে প্রতিশ্রুতি দেন ধানের শীষে ভোট দেওয়ার।  

নারায়ণগঞ্জের পাচঁরুখির জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে  ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষিকাডসহ কৃষকের উন্নয়নের জন্য খালখনন করার কর্মসূচিসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে বিএনপি যে ভালো ভালো উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে।

May be an image of crowd and text

তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের স্লোগান না দিয়ে চুপ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি জরুরি কথা আছে। একটি দল, একটি গুষ্টি আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে। বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন। আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে। বিকাশ নম্বর নিয়ে আসছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।  

তারেক রহমান বলেন, একদল ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আরেক দল মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট তারা দখল করে নিয়েছে। ইসলামের নাম করে তারা মানুষকে বিভ্রান্ত করছে।

May be an image of one or more people, speaker, lighting, crowd and text

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি করা হবে। কারণ বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মুরুব্বিরা জানে জিয়াউর রহমান তাদের সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। যদি খাল খনন করা হয় তবে দেশের উন্নয়ন সাধিত হবে।

এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।  

নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমায়েতে ওলামা দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ