প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৯:২০ এএম
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন মফিজুল মফিজুল। পরে রাত ৩টার দিকে তিনি মারা যান। তিনি বরগুনার আব্দুল আলী রানার ছেলে।
উল্লেখ্য, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সাদপন্থী)। পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তার বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।