 
              প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৯:৫৮ পিএম
-20230410095821.jpg) 
                 
                            
              মুমিন জীবনের অন্যতম একটি ইবাদত হলো সালাত বা নামাজ। ইসলামের প্রথম স্তম্ভ সালাত এবং কেয়ামতের দিন সর্ব প্রথম বিচার ফয়সালা হবে সালাতের মাধ্যমে। রাসূল (সা.) বলেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। (তিরমিজি)
দৈনন্দিন জীবনে নামাজ আদায়ের ক্ষেত্রে বিভিন্ন মাসআলা সম্পর্কে জানা না থাকলে সমস্যায় পড়তে হয় আমাদের। অনেক সময় এমন হয় যে, প্রথম বৈঠকে আমি তাশাহহুদ শেষ করার পূর্বে ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান, অথবা শেষ বৈঠকে আমি দরুদ শরীফ শেষ করার পূর্বেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। এক্ষেত্রে আমার করণীয় কী?
                      
(মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; ফাতাওয়া খানিয়া ১/৯৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; শরহুল মুনইয়া, পৃ. ৫২৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০)
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      