
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৮:২১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেলিব্রেটিদের অনেক
আয়, সে কথা কে
না জানে। অনেকেই তারকাদের এই আয়ের বিষয়ে
জানতে মুখিয়ে থাকেন। বিশেষ করে ক্রীড়া ব্যক্তিত্বের
আকাশচুম্বী জনপ্রিয়তা ও সোশ্যাল মিডিয়ায়
তাদের ফ্যান-ফলোয়ারদের ঢল দেখে এ
বিষয়ে কৌতূহলী অনেকেই।
বিশ্বের
ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট
কোহলি অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একক আধিপত্য তার।
ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার মিলিয়ে কোহলির ফলোয়ারের সংখ্যা ১৫০ মিলিয়ন ছাড়িয়েছে!
এই মাধ্যম থেকে আয়ও অনেক
তার। সম্প্রতি ইন্সটাগ্রামের এক পোস্টেই কোহলির
আয় পাঁচ কোটি রুপি।
যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮০
লাখ টাকার মতো।
বর্তমানে
খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে
অর্জনের খাতা সবচেয়ে ভারী
কোহলির। ব্যাট হাতে সবুজ গালিচা
শাসন করেন তিনি। তবে
বর্তমানে ফর্মের সঙ্গে লড়ছেন এই ডান-হাতি
ব্যাটসম্যান। ধারাবাহিকতা নেই ব্যাটে। সবশেষ
তিন অঙ্ক বা সেঞ্চুরি
ছুঁয়েছেন ৫৩ ইনিংস আগে।
প্রায় ১১ বছরের আন্তর্জাতিক
ক্যারিয়ারে এর আগে সেঞ্চুরি
পেতে এতটা সংগ্রাম কখনও
করতে হয়নি কোহলিকে।
তার
মাঠের পারফরম্যান্সের ছাপ পড়ছে না
সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্সটাগ্রামে আগের থেকে আয়
বেড়েছে কোহলির। এক পোস্টেই তার
অ্যাকাউন্টে ঢোকে পাঁচ কোটি
রুপি।
প্রথম
ভারতীয় তো অবশ্যই, প্রথম
এশিয়ান হিসেবে কোহলির ইন্সটাগ্রামের ফলোয়ার ১৫০ মিলিয়ন ছড়ায়।
ইন্সটাগ্রাম ফলোয়ারের হিসাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে কোহলির অবস্থান চতুর্থ। এই তালিকায় সবার
ওপরে নাম ক্রিশ্চিয়ানো রোনালদোর।
তার ফলোয়ারের সংখ্যা ৩৩৭ মিলিয়ন। দ্বিতীয়
অবস্থানে আছেন আর্জেন্টাইন সুপারস্টার
লিওনেল মেসি। ২৬০ মিলিয়ন ফলোয়ার
তার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফলোয়ার ১৬০ মিলিয়ন। এরপরই
আছেন কোহলি।
৩৩৭
মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রতি পোস্টে
ক্রিশ্চিয়ানো আয় করেন ১১.৭২ কোটি রুপি।
মেসি ও নেইমার পান
যথাক্রমে ৯ ও ৮
কোটি রুপি করে।
জেডআই/এম. জামান