• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোমবার ঢাকায় ফিরছেন জেমি ডে

প্রকাশিত: মে ৯, ২০২১, ১২:৪৫ পিএম

সোমবার ঢাকায় ফিরছেন জেমি ডে

ক্রীড়া ডেস্ক

আগামী জুনে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বের তিনটি ম্যাচ সামনে রেখে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (১০ মে) থেকে প্রস্তুতি শুরু করবে জামাল ভূঁইয়া, সাদ উদ্দিনরা। একইদিন ঢাকায় ফিরছেন প্রধান কোচ জেমি ডে।

আপাতত প্রাথমিক দলের সদস্যরা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠবে। সেখানে খেলোয়াড়দের করোনা টেস্ট করা হবে। করোনা পরীক্ষার ফল আসার পর দলের সঙ্গে যোগ দেবে কোচিং স্টাফ। তার আগে ঢাকায় ফিরে কোয়ারেন্টিনে থাকবেন বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি।

১১ মে পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। খেলা শেষ করে ক্যাম্পে যোগ দেবেন প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা। তবে কাতারে হবে আসল অনুশীলন ক্যাম্প। ২২ মের আগে কাতারে যাবে বাংলাদেশ দল। বসুন্ধরা কিংসের হয়ে খেলা জাতীয় দলের খেলোয়াড়রা এএফসি কাপ শেষে সরাসরি মালদ্বীপ থেকে কাতারে দলের ক্যাম্পে যোগ দেবেন। 

বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান ও ওমান। তিনটি খেলাই হবে কাতারে। আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৭ জুন ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। ১৫ জুন ওমানের মোকাবিলা করবে লাল সবুজের দল।

বাংলাদেশের প্রাথমিক দল : জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, তারিক কাজী, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মো. ইমন, মো. আবদুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, হাবিবুর রহমান সোহাগ, রেজাউল করিম, সুমন রেজা, মোহাম্মদ জুয়েল, আতিকুজ্জামান, আবু শাহেদ, ইমরান হাসান রিমন ও ফয়সাল আহমেদ ফাহিম।

জেডআই/এএমকে
আর্কাইভ