প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ০৬:২১ পিএম
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
গত বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়া মুশফিক বলেছেন, ‘সবাই যার যার দিক থেকে চেষ্টা করছে। আশা করছি, সবাই সেভাবেই প্রস্তুতি নিবে। আশা করি, সামনে যে বিশ্বকাপ আছে সেখানে বাংলাদেশ দল ভালো করবে।’
গতকাল সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুশফিক আহ্বান জানিয়েছেন, অসহায় মানুষদের খোঁজ নেওয়ার জন্য।
জাতীয় দলের এই উইকেটকিপার এ ব্যাটসম্যান বলেন, ‘আশা করব, সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন নিয়ে ঈদ করবেন। সবাই যেন নিরাপদে ঈদ উদযাপন করেন ও গরীব-অসহায় মানুষ আছেন যারা, তাদের সবার দিকে খেয়াল রাখবেন। এবং সবার সুখ ও সমৃদ্ধি কামনা করে আমি দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন।’