
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১০:২০ এএম
গোপনে দেশ ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাত ৩টা ৫ মিনিটে তিনি দেশ ছাড়েন।
দেশ ছাড়ার রাতে এয়ারপোর্টের বাইরে একটি গাড়িতে সাড়ে তিনঘণ্টা অপেক্ষা করছিলেন মি. হামিদ।চালক ছাড়াও তার গাড়িতে আরও দুজন লোক ছিলেন। একজন লাগেজ বহন করেন। আবদুল হামিদ এয়ারপোর্ট অত্যন্ত সাদামাটা ভঙ্গিতে প্রবেশ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন মি. হামিদ। তিনি রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তার আগে সাড়ে তিন ঘণ্টা এয়ারপোর্টের বাইরে রাস্তায় গাড়িতে বসা ছিলেন।
ধারণা করা যাচ্ছে, তিনি গ্রীন সিগনালের অপেক্ষায় গাড়িতে অপেক্ষা করছিলেন। তারপর ইমিগ্রেশনে সকল নিয়ম কানুন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে উড়াল দেন মি. হামিদ।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তাও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন আওয়ামীলীগ আমলের আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট আবদুল হামিদ।