
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৯:৪৭ পিএম
দেশে খেলার মাঠের সংকটের মাঝে বসুন্ধরা
আবাসিক এলাকায় তিনশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে আধুনিক এক স্পোর্টস কমপ্লেক্স। যেখানে
তৈরি হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, গলফসহ বেশ কয়েকটি পূর্ণাঙ্গ। এরই মধ্যে ৮০ ভাগ
প্রস্তুত হয়েছে ফুটবল মাঠ। যার নাম বসুন্ধরা কিংস এরেনা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক অভিষেক হতে চলেছে আধুনিক
সুযোগ-সুবিধা সংবলিত এই ভেন্যুর।
এ উপলক্ষে বুধবার
(১৬ ফেব্রুয়ারি) দুপুরে বসুন্ধরা কিংস এরেনার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন
করা হয়। এ সময় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সুমন বলেন, ‘সাড়ে তিন হাজার কোটি
টাকা ব্যাচে তৈরি হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। এরই মধ্যে ফুটবল মাঠের ৭৪ ভাগ
কাজ সম্পন্ন হয়েছে।প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে।’
এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, ‘হোম ভেন্যু নিয়ে বাফুফের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটি মিটে গেছে। এখন
বসুন্ধরা কিংসের খেলাগুলো এই মাঠে অনুষ্ঠিত হবে। তবে এএফসি কাপে আমাদের হোম ভেন্যু হিসেবে
আবেদন করা হয়নি। সিলেট ভেন্যুকে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হিসেবে আবেদন করেছি। আশা করি
হয়ে যাবে।’
বসুন্ধরা কিংস
এরেনার ম্যানেজার মো. ইয়াহিয়া সিটি নিউজ ঢাকাকে বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের
১৪তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে এই মাঠে। সে লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন
করা হয়েছে। জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরা মাঠটি দেখে প্রশংসা করেছেন। বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা মাঠটি
পরিদর্শন করেছেন। তারাও ভালো বলেছেন।
দীর্ঘদিন বঙ্গবন্ধু
জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ছিলেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস এরেনার মধ্যে
পার্থক্য কতটুকু।
এমন প্রশ্নে সিটি
নিউজ ঢাকাকে মো. ইয়াহিয়া বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস এরেনার মধ্যে
পার্থক্য আকাশ-পাতাল। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বসুন্ধরার
মাঠ তৈরি করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এখানে রয়েছে অত্যাধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা।
অন্যদিকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ অনেক পুরোনো। একটু বৃষ্টি হলেই পানি জমে খেলার অনুপযোগী
হয়ে পড়ে। সেই দিক দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চেয়ে বেটার বসুন্ধরার মাঠ।
উল্লেখ্য, দেশের
অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তাদের ক্লাব বসুন্ধরা কিংস। নিজস্ব উদ্যোগে
বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে তুলছে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। প্রায় সাড়ে তিন হাজার কোটি
টাকার এই প্রকল্পটি গড়ে উঠছে রাজধানীর বালু নদীর পাড় ঘেঁষে। ৩০০ বিঘা জমি নিয়ে গত জুনে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ মাল্টি-স্পোর্টস কমপ্লেক্স-বসুন্ধরা
স্পোর্টস এরেনা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় এবার বসুন্ধরা কিংস এরেনায় হচ্ছে ঢাকার ম্যাচগুলো। তা ছাড়া বসুন্ধরা কিংসের হোম ভেন্যু এটি।
জেডআই/ফিরোজ