• ঢাকা রবিবার
    ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বসুন্ধরা কিংস এরেনায় খেলবে লিভারপুল!

প্রকাশিত: মে ১৬, ২০২২, ১০:৩৪ পিএম

বসুন্ধরা কিংস এরেনায় খেলবে লিভারপুল!

ক্রীড়া প্রতিবেদক

দেশে খেলার মাঠের সংকটের মাঝে বসুন্ধরা আবাসিক এলাকায় তিনশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে আধুনিক এক স্পোর্টস কমপ্লেক্স। যেখানে তৈরি হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, গলফসহ বেশ কয়েকটি পূর্ণাঙ্গ মাঠ। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে ফুটবল মাঠ। যার নাম বসুন্ধরা কিংস এরেনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই ভেন্যুর। এবার আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায়!

ইংলিশ প্রিমিয়ার লিগের বড় একটি দল এনে, প্রীতি ফুটবল ম্যাচ খেলানোর বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। সে লক্ষে ছয় মাসের মধ্যে ফ্লাডলাইট বসিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য ফিফার কাছে আবেদন করবে বসুন্ধরা কিংস।

পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে প্রায় প্রতিটি রাজ্যেই আছে একটি স্পোর্টস কমপ্লেক্স। সেখানে স্বাধীনতার ৫০ বছর পেরোলেও বাংলাদেশ তৈরি করতে পারেনি একটি স্পোর্টস কমপ্লেক্স। সেই আক্ষেপ বেসরকারিভাবে ঘোচানোর লক্ষ্যে নির্মিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। আগামী বছর ডিসেম্বরে যেটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে।

পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে যা যা থাকার কথা তার প্রায় সবই আছে। যার মূল আকর্ষণ ফুটবল স্টেডিয়ামে ইতোমধ্যে চলছে বিপিএল ফুটবল ম্যাচ। শেষ হয়েছে ১৪ হাজার দর্শক ধারণের ৫০ ভাগ কাজ। লাইট বসানোর কাজ শুরু হবে শিগগিরই। তারপরই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খেলা পরিচালনার জন্য ফিফার কাছে আবেদন করবে কিংস কর্তৃপক্ষ।

এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ফুটবল মাঠটি ৬ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এএফসি থেকে যদি অনুমোদন পাই, তাহলে পরবর্তী সিজনে হয়তো আমরা এখানে এএফসির টুর্নামেন্ট আয়োজন করতে পারব।

শতভাগ কাজ সম্পন্ন হবার পর এখানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনালের মতো বড় একটি ক্লাবকে এনে ম্যাচ খেলানোর যে কথা জানিয়েছিল কিংস, সেই পথে অনেকটাই এগিয়েছে করপোরেট ক্লাবটি। দল চূড়ান্ত হলে বাংলাদেশে হবে স্বপ্নের সেই ম্যাচ।

কিংস সভাপতি  বলেন, ‘বাইরের কোনো ক্লাব অবশ্যই খেলবে। সেটা ইউরোপের সেরা লিগ গুলো থেকেই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের উইন্ডোর আর আমাদের সময়ের সঙ্গে যদি মিলে যায়, হয়তো আমরা বিশ্বের নামি ক্লাবকে এখানে দেখতে পাব।

ফুটবল, হকি, সাঁতার, বাস্কেটবল, টেনিসের মত খেলার গ্রাউন্ডের পাশাপাশি এখানে হচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়ামও। যেটাকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে কিংসের।

ইমরুল বলেন, ‘আমাদের এখন একটা ক্রিকেট মাঠ আছে। সেটার গ্যালারিতে দর্শকের আসন সংখ্যা ৩ হাজার। পূর্ণাঙ্গ যে ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে, সেটার ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার। সেটার কাজও দ্রুতগতিতে চলছে। সেখানেও আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে।

এ ছাড়া বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নারী ফুটবলারদের জন্য আলাদা একটি স্টেডিয়াম, ড্রেসিংরুম ও থাকার জন্য ডরমিটরি করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রায় তিন হাজার এক একর জমির উপর ১৫ হাজার কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, টেনিস, স্কোয়াশ, সুইমিং পুলসহ অনেক খেলার সুবিধা থাকছে। রয়েছে ওয়ার্টার পার্ক, কিডস জোনও।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা ফিফা এবং এএফসির গাইডলাইন অনুযায়ী এই ফুটবল স্টেডিয়াম তৈরী করেছি। কয়েকদিনের মধ্যেই মাঠে আড়াই হাজার লাক্স বাল্বের ফ্লাড লাইটও যুক্ত হবে এখানে। দক্ষিণ এশিয়াতো বটেই, এশিয়ার অনেক ক্লাবেরই এমন স্টেডিয়াম নেই। আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরী করছে বসুন্ধরা গ্রুপ। ২০২৪ সালের জুন মাসে স্পোর্টস কমপ্লেক্সের কাজ পুরোটা শেষ হবে এবং উন্মুক্ত করা হবে বসুন্ধরা কিংস এরেনা।

জেডআই/

আর্কাইভ