প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০২:৪৬ এএম
ছবি: সংগৃহীত
প্রবাদ আছে ‘পুরাতন চাল ভাতে বাড়ে’। মুশফিকুর রহিম যেনো তার উজ্জ্বল প্রমাণ। পুরো টুর্নামেন্টে নিষ্প্রাণ থেকে ফাইনালে ফিরলেন স্বরূপে। বিপিএলের নবম আসরে ফাইনালে মুশফিক ও নাজমুল শান্তর ফিফটিতে ভর করে কুমিল্লার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের লড়াকু সংগ্রহ করেছে সিলেট।
টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সিলেটের ওপেনার নাজমুল শান্ত। ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বলে তিনটি চার মারেন শান্ত। এরপর ওভারের শেষ বলে ওভার থ্রো থেকে আরও ৫ রান পায় সিলেট। প্রথম ওভারে ১৮ রান সংগ্রহ করে সিলেট।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুমিল্লাকে সাফল্য এনে দেন স্পিনার তানভির ইসলাম। দলীয় ১৮ রানে ২ বলে ০ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মাশরাফী। এই ওভার থেকে মাত্র ২ রান সংগ্রহ করে সিলেট।
আরিয়ানএস/