• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

উইম্বলডনের ফাইনালে সেই আলকারেজ-জোকোভিচ

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৫:০৪ পিএম

উইম্বলডনের ফাইনালে সেই আলকারেজ-জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

এমন একটা ফাইনালই হয়ত প্রত্যাশিত ছিলো টেনিস ভক্তদের জন্য। রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ের অপেক্ষায় থাকা নোভাক জোকোভিচের মুখোমুখি হচ্ছেন বর্তমানের সেরা তারকা কার্লোস আলকারেজের। গতকাল নিজ নিজ সেমিফাইনালে জয় পেয়েছেন এই দুই তারকা। দুজনের এই ফাইনাল ঘিরে এরইমাঝে চরমে উঠেছে বিতর্ক। 

লন্ডনের অং ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন পুরুষ এককের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ এবং ইয়ানিক সিনার। ৮ম বাছাই সিনারের বিপক্ষে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি জোকোকে। 

শুক্রবার সেন্টার কোর্টে সেমিফাইনালে ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ গেমের সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠে যান সার্বিয়ান তারকা জোকোভিচ। পুরো টুর্নামেন্টে খুব একটা শক্ত প্রতিপক্ষের সামনে পড়তে হয়নি জোকোভিচকে। সেমিফাইনালে ৮ম বাছাই সিনারের বিপক্ষেও দেখা গেলো সাবলীলভাবে খেলতে। 

পুরো ম্যাচেই কিছুটা ছন্নছাড়া ছিলেন সিনার। ম্যাচে ৪০ এর বেশি অনিচ্ছাকৃত ভুল করেছেন। তৃতীয় সেটের আগে খুব একটা খুঁজেই পাওয়া যায়নি তাকে। এই জয়ের পর রবিবার অষ্টম বার উইম্বলডন হাতে তোলার সুযোগ রয়েছে জোকোভিচের সামনে। 

২য় সেমিফাইনালেও খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারেজের মুখোমুখি হয়েছিলেন তিন নাম্বারে থাকা দানিল মেদভেদেভ। কঠিন এক ম্যাচ হবার আশা জাগলেও তার কোন প্রতিফলনই দেখা যায়নি। আলকারেজ জিতেছেন ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে। রবিবার উইম্বলডনের ফাইনালে জোকোভিচের বিরুদ্ধে খেলবেন তিনি।

তবে রবিবারের ফাইনালের আগে উঠে আসছে স্পাইগেট বিতর্ক। সেমিফাইনালের আগে আলকারেজের বাবা নাকি লুকিয়ে জোকোভিচের অনুশীলন ভিডিও করেছেন। এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন জোকো। তার অভিযোগ, নিজের অনুশীলনে গোপনীয়তা রাখতে পারছেন না তিনি। বাবার করা সেই ভিডিও থেকে কার্লোস আলকারেজ ঠিক কতখানি উপকৃত হবেন, তা বোঝা যাবে রবিবারের ফাইনালে। 

 

বিএস/

আর্কাইভ