প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত
গায়িকা টিনি স্টোয়েসেলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। বুধবার (২ আগস্ট) টুইটারে বিচ্ছেদের কথা জানান তিনি।
গত বছরের আগস্টে টিনি স্টোয়েসেলের সঙ্গে প্রণয়ে জড়ান ডি পল। এক বছরের মাথায় বিচ্ছেদ হলো তাদের।
অ্যাতলেটিকো মাদ্রিদে খেলার সুবাদে রদ্রিগো ডি পলকে অধিকাংশ সময়ই স্পেনে কাটাতে হয়। অন্যদিকে তুমুল জনপ্রিয় স্টোয়েসেলে থাকেন আর্জেন্টিনায়। মূলত দুজনের মাঝে এ দূরত্বই তাদের বিচ্ছেদের কারণ।
বিচ্ছেদের কথা জানিয়ে রদ্রিগো ডি পল বলেন, ‘এখন থেকে আমরা আর একসঙ্গে থাকছি না। এখানেই সম্পর্কের ইতি। একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি আমরা। সুন্দর একটা মানুষকে ভালোবাসার সুযোগ পেয়েছি, এখনও তাকে শ্রদ্ধা করি।’
স্টোয়েসেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ডি পল প্রেম করেছেন আর্জেন্টাইন মডেল ক্যামিলা হোমসের সঙ্গে। প্রেম চলাকালীন দুই সন্তানের জনক-জননীও হন তারা। দুজনার সম্পর্ক টিকে ছিল প্রায় ১২ বছর। গত বছরের জানুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/