• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্থগিত টেলিটকের ফাইভ-জি প্রযুক্তি

প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৭:৩২ পিএম

স্থগিত টেলিটকের ফাইভ-জি প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেলিটকের ফাইভ-জি প্রযুক্তি চালুর প্রকল্পটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) ব্যয় সংকোচনের জন্য একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তা।

এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশে থেকে ডলার দিয়ে কিনতে হবে। তাই, ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে চেয়েছিল টেলিটকের। প্রকল্পটি বাস্তবায়নে ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা চায় টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পের বাস্তবায়নকাল ছিল জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ।

 

এআরআই

আর্কাইভ