• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্বাসিত থাকা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৭:৩৬ পিএম

নির্বাসিত থাকা

এম আর আলম ঝন্টু

কাছে থেকেও দূরে থাকা যায় জানলাম,
জানলাম বিশাল জনারণ্যে বসবাস করেও
গড়ে নেওয়া যায় একক নিবাস। নির্বাসিত
থাকা। একাই পথচলা সেই অনাদিকাল
এভাবেই। অভাবে স্বভাবে সর্বভাবে আমি।

আমি সীমান্ত এলাকায় প্রহরীর মতো দাঁড়িয়ে
থাকি। অব্যাহত প্রহরা। নিশ্ছিদ্র প্রাচীর।
ঠাই দাঁড়িয়ে থাকা অশ্বারোহী মাঝে মাঝে
উদভ্রান্ত ছুটে চলে। বহুদূর অভিযাত্রা।

শান্তভাব অশান্ত করে। যখন অবান্তর কথা
বলে ওঠে পারিপার্শ্বিক অপাংক্তেয়রা। এর
চেয়ে ঢের ভালো একা থাকা। আমি নির্জনতা
খুঁজি, খুঁজি শূন্যময় প্রাসাদ, অথবা নির্জন
বনজাত বনবাস। এখানে ষড়যন্ত্র শুনি। শুনি
অবধারিত পরোয়ানা ওয়ান্টেড ইউ আর।

আমাকে ফাঁসাতে চাও, নির্মাণ কর মঞ্চ।
যাতে ঝুলিয়ে দেওয়া যায় বেকসুর সত্যতা!
আমি কল্যাণ পথে শুনি অকল্যাণ ভাষণ।
শাসনভার হাতে তার অপার্থিব হাতে।
অভাবে স্বভাবে সর্বভাবে আমি। শুধু
একা থাকতে চাই। এ পৌরপথ বড় অচেনা।

আর্কাইভ