• ঢাকা রবিবার
    ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২

চট্টগ্রাম বন্দরের প্রবেশ ফি দিতে হবে অনলাইনে

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১০:৪৩ পিএম

চট্টগ্রাম বন্দরের প্রবেশ ফি দিতে হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পণ্য খালাসের জন্য আসা গাড়ি চট্টগ্রাম বন্দরে প্রবেশে নগদ টাকা দিয়ে গেট পাস সংগ্রহের বিধান আর থাকছে না।  আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নগদ টাকার পরিবর্তে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করে গেট পাস নিতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে ২ আগস্ট এক চিঠিতে ব্যবহারকারীদের জানানো হয়, ফটক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে বন্দরের নর্থ কনটেইনার ইয়ার্ডে প্রবেশে অনলাইনে আবেদন ও ফি পরিশোধের ব্যবস্থা চলমান আছে। এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই থেকে অনলাইনে আবেদন করে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার বন্দরে প্রবেশের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য বন্দরের আটটি ফটকের পাস কাউন্টারে সেবা ডেস্ক চালু হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কোনো গাড়ি অনলাইনে আবেদন ও ফি পরিশোধ না করে বন্দরে প্রবেশ করতে পারবে না।

তরিকুল
আর্কাইভ