• ঢাকা সোমবার
    ২২ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২

৭ মার্চ উপলক্ষে ইবিতে ছাত্রলীগের বই বিতরণ

প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৬:৩৮ পিএম

৭ মার্চ উপলক্ষে ইবিতে ছাত্রলীগের বই বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী কর্মীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ইবিতে এই উপহার দেয়া হয়েছে।

উপহার হিসেবে দেয়া হয় শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়ের অনুসরীরা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সম্পাদনায়শত কবিতাবইয়ের ৫০টি বই। এগুলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী, সাধারণ শিক্ষার্থী, বঙ্গবন্ধু কর্ণার ইবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপহার দেয়া হয়।

বিষয়ে ইবি শাখা ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয় জানান, “ঐতিহাসিক মার্চ বাঙালির জাতীয় জীবনে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এটি বিশ্ব ঐতিহ্যের এক অকাট্য দলিল৷ ঐতিহাসিক মার্চ উপলক্ষে ইবি ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার সম্পাদনায়শতবর্ষে শত কবিতাবইটি ছাত্রলীগ কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে উপহার দেয়া হয়েছে। যেন কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে সবাই খুঁজে পায়।

এএমকে/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ