• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাবনার আমিনপুরে অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৬:০৫ পিএম

পাবনার আমিনপুরে অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই

পাবনা প্রতিনিধি

বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পরিবারের একমাত্র উপার্জনের দোকানের মালামাল পুরে ছাই হয়ে গেছে। 

আগুন লাগায় ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক আব্দুল মহিন শেখ। মঙ্গলবার (রাত সাড়ে ৮টার দিকে জেলার আমিনপুর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে আলহেরা সাইকেল এন্ড মোটর পার্টস এ ঘটনা ঘটে। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানের মোটর চালিত অটোরিকশার ব্যাটারি, মোটরসহ মূল্যবান মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আশপাশের ব্যবসায়ীরা। 

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমিনপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে আলহেরা সাইকেল এন্ড মোটর পার্টসের মালিক আব্দুল মহিন শেখ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাড়িতে চলে যাই। রাত সারে ৮টার দিকে আগুন লেগেছে মর্মে বাজারের ব্যবসায়ীরা আমাকে জানায়। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। 

দোকানের ভিতরে থাকা ৫/৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও পুড়ে ছাই হয়েছে প্রায় ৫ লাখ টাকার মালামাল। কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর আলামিন হোসেন জানান, গত রাত সারে ৮টার দিকে আমিনপুর বাজারে আগুন লেগেছে এমন খবরে সেখানে উপস্থিত হয়ে আলহেরা সাইকেল এন্ড মোটর পার্টসের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দ্রুত নিয়ন্ত্রেণে নিয়ে আসি।

কিভাবে আগুল লেগেছে জানতে চাইলে তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এ আগুনের সূত্রপাত মনে হচ্ছে।

এএল/

আর্কাইভ