
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:৪৩ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহপালিত প্রাণির আধুনিক চিকিৎসা ও মানসম্পন্ন ওষুধ সরবরাহে ‘সোনালী এস এ ঔষধ ঘর’ নামে একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সোমবার (৫ মে) দুপুরে উপজেলার রামভদ্র (কদমতলা) এলাকায় ফিতা কেটে অত্যাধুনিক এ ঔষধ ঘরের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সামিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল পল্লব, গাইবান্ধা জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক আমীর আলহাজ্ব ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডোমেরহাট শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, পোল্ট্রি চিকিৎসক ডা. এনামুল হক, পল্লী চিকিৎসক জাহিদ হাসান, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের বিকাশে সঠিক ওষুধ ও পরামর্শের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘সোনালী এস এ ঔষধ ঘর’ সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি উদ্যোগ, যা খামারিদের আত্মনির্ভরশীলতায় সহায়ক হবে।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সামিউল ইসলাম বলেন, ‘পোল্ট্রি ও গৃহপালিত প্রাণির সঠিক চিকিৎসা এবং মানসম্পন্ন ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাঁস, মুরগি, গরু ও ছাগলের জন্য দেশি-বিদেশি কার্যকর ওষুধ এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে। আমরা কেবল ব্যবসা নয়, খামারিদের প্রকৃত সহায়তা নিশ্চিত করতে চাই। ভবিষ্যতে সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।’
শেষে খামারিদের কল্যাণ ও প্রতিষ্ঠানটির সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক খামারি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।