• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জামায়াত আমিরকে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:০৪ এএম

জামায়াত আমিরকে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

হার্টের সমস্যা নিয়ে বর্তমানে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সেখানেই যান নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

জামায়াত আমীরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক জনাব নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদীব আজ বিকেলে হাসপাতালে এসে আমীরে জামায়াতের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন।

পোস্টে আরও বলা হয়, তারা  জামায়াত আমিরের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ তা‍‍`য়ালা তাদেরকে উত্তম জাযা দান করুন। আমিন।

এর আগে বুধবার (৩০ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর জামায়াত আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’

জামায়াত আমিরের ‘মোটামুটি সুস্থ’ থাকার তথ্য দিয়ে তার ব্যক্তিগত সহকারী নজরুল বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।’ তার বাইপাস সার্জারি কবে, কখন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ