• ঢাকা রবিবার
    ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুরে চলন্ত বাসে আগুন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:১৯ পিএম

গাজীপুরে চলন্ত বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চলন্ত বাসে আগুন লেগে ইঞ্জিনসহ পুড়ে গেছে একটি বাস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হঠাৎ একটি বাসের ইঞ্জিনে আগুন লাগে। এ সময়, বাসের ভেতরে দশজনের মতো যাত্রী ছিল। আগুন লাগার পর তারা সবাই নিরাপদে নেমে যান। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা এসে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মহিউদ্দিন বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি আগুন লাগে। তবে নাশকতার কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ