প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১১:৩৮ এএম
পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী এবং বাংলাদেশের গণমানুষের প্রতিপক্ষরাই এবারের গণভোটে `না` ভোটের চিন্তা করবে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর `৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ`-তে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে `হ্যাঁ` ভোট জয়যুক্ত হওয়া জরুরি। বাংলাদেশের জনগণ, জনগণের কাফেলা, জনগণের জোয়ার `হ্যাঁ` ভোটের পক্ষে থাকবে।
উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে রংপুর আসেন উপদেষ্টা। স্থানীয় সরকারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ছাড়াও দুপুরে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাফ হোটেলের প্রচারণা মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি।