• ঢাকা শুক্রবার
    ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২
রাকসু নির্বাচন

৩ হলের ফলাফলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্য

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:৪০ এএম

৩ হলের ফলাফলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আধিপত্যবিরোধী ঐক্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তিনটি হলের ফল গণনা শেষ হয়েছে। ঘোষিত মুন্নুজান, রোকেয়া ও তাপসী রাবেয়া হলে ভিপি ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এজিএস পদে এগিয়ে রয়েছেন সাবেক সমন্বয়কদের প্যানেল ‘আধিপত্যবিরোধী ঐক্যে’র প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ভোট গণনা কক্ষ থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

মুন্নুজান হলে ভিপি পদে ৯৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটে’র মোস্তাকুর রহমান জাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছে সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ৮৯ ভোট।

এছাড়া এজিএস পদে ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এসএম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

মুন্নুজান হলে ভিপি ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এজিএস পদে এগিয়ে রয়েছেন সাবেক সমন্বয়কদের প্যানেল ‘আধিপত্যবিরোধী ঐক্যে’র প্রার্থী।

রোকেয়া হলে ভিপি পদে ৭৫২  ভোট পেয়েছেন শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটে’র মোস্তাকুর রহমান জাহিদ। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ২১১ ভোট।

জিএস পদে ৬৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছে সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭  ভোট। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন কোনো ভোট পাননি।

এছাড়া এজিএস পদে ৩৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এসএম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯  ভোট।

তাপসী রাবেয়া হলে ভিপি পদে ৪৭৩ ভোট পেয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোটে’র মোস্তাকুর রহমান জাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ১৩৬ ভোট।

জিএস পদে ৪০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৫৪ ভোট। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ৫৫ ভোট।

এজিএস পদে ২৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এসএম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৯৭ ভোট।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ১৭টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষ হলে বিকেল পৌনে ৫টার ভেতর মিলনায়তনে ব্যালট বাক্স নিয়ে আসা হয়। পৌনে ৮টায় হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়। রাত ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়েছে।

রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

আর্কাইভ