• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে এবার কী করবেন অপু বিশ্বাস?

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০২:৩৩ এএম

রাজনীতিতে এবার কী করবেন অপু বিশ্বাস?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমা জগতে সফলতার পর এবার মন দিয়েছেন রাজনীতিতে। শোবিজ পাড়ায় নতুন খবর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে মনোনয়নপত্র না কিনলেও ভবিষ্যতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠে সরব ছিলেন নায়িকা। ওই সময় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল অপুকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অপু। সে রেশ ধরে এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নায়িকা।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে অপু সংবাদমাধ্যমে বলেন, একজন নারীই পারে আরেকজন নারীকে সঠিকভাবে তুলে ধরতে। তাই রাজনীতিতে অংশ নিয়ে নারীদের পাশে দাঁড়াতে চাই।

গতবারের মতো এবারও মনোনয়নপত্র কিনছেন কিনা এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনছি না। তবে রাজনীতিতে এলে আওয়ামী লীগের প্রার্থীই হতে চাই। প্রত্যাশা করছি, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বও এ দেশে অব্যাহত থাকুক।

উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ