• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডিগবাজির উৎপত্তি ও কারণ জানালেন জায়েদ খান

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৬:২৯ পিএম

ডিগবাজির উৎপত্তি ও কারণ জানালেন জায়েদ খান

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বাংলাদেশের মিডিয়ায় আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন তিনি। তবে সম্প্রতি ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে।

শুক্রবার রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিগবাজির শুরু ও কারণ জানান জায়েদ খান।  

জায়েদ বলেন, ‘এটি আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে যাই, তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতায় চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দিই। ’

এই অভিনেতা আরও বলেন, ‘ডিগবাজি তো মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াত তখন কী তিনি জানতেন এটাই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল? কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা তো কারও জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দিইনি।’

এদিকে কিছু দিন আগে শাকিব খানের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার পার্থক্য টেনে মন্তব্য করেছিলেন জায়েদ খান।

এদিন সাংবাদিকদের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এ দেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন, জায়েদ খান ও শাকিব খানের মাঝে গুণের পার্থক্য কী? এর উত্তরে আমি বলেছিলাম, আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই। এটা ছাড়া আর কিছুই না।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ