প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ১০:৫৭ এএম
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৭টায় বস্তিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
দমকলকর্মীদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক যুগান্তরকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
এএল/