 
              প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৬:৪৫ পিএম
-20231207064559.jpg) 
                 ছবি: সংগৃহীত
মানুষের অপমৃত্যু কিংবা আত্মহত্যার রহস্যর উদঘাটন করতে পোস্টমর্টেমের সাহায্য নেওয়া হয়। এর মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ সনাক্ত করা যায়। তবে পোস্টমর্টেম শুধুমাত্র দিনের বেলায় হয় কেন জানেন? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে?
উত্তরঃ নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে খাবার হজম করার সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে।
২) প্রশ্নঃ ভারতের কত টাকার নোটে গান্ধীজীর ছবি নেই?
উত্তরঃ ভারতের এক টাকার নোটে গান্ধীজীর ছবি নেই।
৩) প্রশ্নঃ ভারতের বাইরে কতগুলি গান্ধীজি নামে রাস্তা আছে?
উত্তরঃ ভারতের বাইরে গান্ধীর নামে প্রায় ৪৮টি রাস্তা রয়েছে।
৪) প্রশ্নঃ কোন দেশের পুরুষদের দুটি করে বিয়ে করা বাধ্যতামূলক?
উত্তরঃ আফ্রিকা দেশের ইরিত্রিয়ায় দুটি করে বিয়ে করা বাধ্যতামূলক। এমনটা না করলে জেল পর্যন্ত হতে পারে এবং ওই পুরুষদের প্রথম স্ত্রীও বাধা দিতে পারবে না
৫) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অংশের নাম ফিলট্রাম?
উত্তরঃ আসলে মানুষের ঠোটের উপর ও নাকের নিচের অংশকে বলা হয় ফিলট্রাম।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ইঁদুরের মন্দির রয়েছে?
উত্তরঃ রাজস্থানের বিকানের শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ইঁদুরের মন্দির রয়েছে যার নাম করনি মাতা মন্দির।
৭) প্রশ্নঃ অজগর সাপকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ অজগর সাপ কে ইংরেজিতে পাইথন বলা হয়।
৮) প্রশ্নঃ কোন পাথরকে জলে ফেললেও ডুবে যায় না?
উত্তরঃ পৃথিবীর একমাত্র পিউমিশ পাথর জলে ফেললেও ডুবে যায় না অর্থাৎ ভেসে থাকে।
৯) প্রশ্নঃ ভারতবর্ষের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়?
উত্তরঃ আসলে মহারাষ্ট্রের নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়, কারণ প্রতিবছর এই শহরে প্রায় ৮ লক্ষ টন কমলালেবু উৎপন্ন হয়।
১০) প্রশ্নঃ পোস্টমর্টেম রাতে না হয়ে শুধুমাত্র দিনের বেলায় হয় কেন জানেন?
উত্তরঃ আসলে রাত্রিবেলায় টিউবলাইট বা এলইডি-র কৃত্রিম আলোতে পোস্টমর্টেম করলে লাল রক্তকে কিছুটা বেগুনি রঙের দেখায় ফলে সঠিক কারণ খুঁজে পেতে অসুবিধা হয়, তাই পোস্টমর্টেম শুধুমাত্র দিনের বেলাতেই করা হয়।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      