• ঢাকা শুক্রবার
    ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিক্ষোভ কর্মসূচিতে বিনামূল্যে পানি-স্যালাইন-বিস্কুট বিতরণ

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:২৬ পিএম

বিক্ষোভ কর্মসূচিতে বিনামূল্যে পানি-স্যালাইন-বিস্কুট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছে এনসিপি। এতে বিক্ষোভকারীদের তৃষ্ণা মেটাতে বিক্ষোভস্থলে বিনামূল্যে পানি-স্যালাইন-বিস্কুট বিতরণ করছে একদল তরুণ।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা ২০ মিনিটের দিকে একটি ছোট পিকআপ যমুনার সামনে আসে। এরপর তারা ফ্রি’তে মানুষের মধ্যে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন।

বিক্ষোভস্থলে থাকা কর্মীরা গণমাধ্যমকে জানিয়েছে, মিরপুরের ‘পিসব’ নামের একটি প্রতিষ্ঠান ফ্রি’তে এসব পানি-বিস্কুট পাঠিয়েছে। আমাদের পিকআপে ৩ হাজার পিস আধা লিটার পানির বোতল, স্যালাইন ও বিস্কুট দেওয়া হয়েছে।

যমুনার সামনে কোনো দোকান না থাকায় এ পানি তৃষ্ণা মিটিয়েছে বিক্ষোভকারী অনেকের।

বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। আজ (শুক্রবার) সকাল থেকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এদিন বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করেন তিনি।

আর্কাইভ