• ঢাকা রবিবার
    ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:২৫ পিএম

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ও জাতি সম্মেলন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রেস সচিব বলেন, সকলের জাতি গোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অন্তবর্তী সরকার একটা সুশৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়।

এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশ কিছু চাহিদার কথা গুরুত্ব দিয়ে শোনেন প্রেস সচিব এবং বিষয়গুলো সমাধানে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন তিনি। আয়োজনে ঢাকা ও আশপাশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আর্কাইভ