• ঢাকা বুধবার
    ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আইপিএলে বাজি ধরে গ্রেফতার ৪ জুয়াড়ি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০১:২৯ এএম

আইপিএলে বাজি ধরে গ্রেফতার ৪ জুয়াড়ি

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানে রমরমা বাণিজ্য। ভদ্রলোকের খেলা ক্রিকেটের গায়ে জুয়ার কলঙ্ক লেগেছে অনেক আগে। ১৫তম আসর ঘিরেও শুরু হয়েছে জমজমাট জুয়ার আড্ডা। ভারতের এ ঘরোয়া লিগে মোবাইলের অ্যাপসে বাজি ধরায় ভারতের চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) রাতে ভারতের মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে স্থানীয় পুলিশের ক্রাইম ইউনিটের একটি দল। এ সময়ে তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ ৩ লাখ ২০ হাজার ৬০০ রুপি জব্দ করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) মুম্বাই পুলিশের ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার (এসিপি) ভিনায়ক ভাস বিষয়টি নিশ্চিত করেন।

ইতোমধ্যে চার জুয়াড়ির নামেই মামলা করেছে পুলিশ। তাদের নাম, পরিচয়ও জানা গেছে। তারা হলেন ইশরাক আহমেদ খান, শিব কুমার গুপ্ত, ইমরান সেলিম শেখ ও মোহাম্মদ ইউসুফ।

এর মধ্যে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় টেলিগ্রাফ আইনে চারজনকেই গ্রেফতার দেখানো হয়েছে।

করোনা মহামারির কারণে এবার শুধু মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের ১৫তম আসর। ক্রিকেটারসহ ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সবার শারীরিক দিকে বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

মহারাষ্ট্রের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, ব্রেবোর্ন, মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন ও ডি ওয়াই পাতিল, এই চার ভেন্যুতেই হবে আইপিএলের গ্রুপ পর্বের সব ম্যাচ। তবে পরবর্তী পর্বের ম্যাচগুলো অন্য রাজ্যে অনুষ্ঠিত হওয়ায়ার সম্ভাবনা আছে।

গেল কয়েক মৌসুম ৮ দল নিয়ে অনুষ্ঠিত হলেও এবারের আসরে বেড়েছে দল সংখ্যা। ৮ থেকে বেড়ে তা গিয়ে দাঁড়িয়েছে ১০টিতে। এমনকি বেড়েছে ম্যাচের সংখ্যাও।

জেডআই//ডা

আর্কাইভ