• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবে বসুন্ধরা গ্রুপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:৩৬ পিএম

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবে বসুন্ধরা গ্রুপ

প্রতীক ওমর

দক্ষিণ এশিয়ান ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা-কৃষ্ণারা। ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন বাংলার বাঘিনিরা। চ্যাম্পিয়নকন্যাদের বরণ করতে বিমানবন্দরে জনসমুদ্রে পরিনত হয়েছে। সেই সঙ্গে আনন্দের উদ্বেলিত গোটা দেশ। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও তমা গ্রুপ সাফজয়ী নারী ফুটবলারদের ৫০ লাখ করে মোট এক কোটি টাকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে। এবার তাদের সংবর্ধনা ও উপহার দেয়ার ঘোষণা দিল বসুন্ধরা গ্রুপ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

তিনি বলেন, ‘আসলে আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রচেষ্টায় নারী দলের ভেতর সমন্বয় আনতে পেরেছি। চেয়ারম্যান স্যার খেলাধুলা কতটা ভালোবাসেন তা কারো অজানা নয়। ফুটবলকে জাগাতে তিনি যে পরিকল্পনা করেন তা মেনেই আমরা কাজ করি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরও আমাদের দিকনির্দেশনা দিয়ে থাকেন।’

ইমরুল বলেন, ‘বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের নির্দেশে আমরা যেমন পুরুষ ফুটবলে বসুন্ধরা কিংস গড়েছি, তেমনি তাঁরই নির্দেশে নারী লিগে নাম লেখাই। তিনি বলতেন মেয়েদের মাঠে রাখতে হবে। হঠাৎ করে দু-একটি ম্যাচ খেলবে তাতে কোনো উন্নয়ন ঘটবে না। তাঁর কথার গুরুত্ব দিয়ে বসুন্ধরা কিংস নারী লিগে অংশ নিচ্ছে। শুধু শিরোপা নয়, আমাদের লক্ষ্য উন্নয়ন। ’ ইমরুল বলেন, ‘বসুন্ধরা কিংসের রোডম্যাপ মেয়েদের কিছুটা হলেও অনুপ্রেরণা জুগিয়েছে। দেখেন, এবার সাফ জাতীয় দলে ২৩ জনের মধ্যে ১৫ জনই বসুন্ধরা কিংসের খেলোয়াড়। আর ফাইনালে সেরা একাদশে খেলা ১৪ জনের মধ্যে ১৩ জনই ছিলেন কিংসের। এই খেলোয়াড়দের আমরা বড় অর্থের পারিশ্রমিক, উন্নতমানের ট্রেনিং, সুযোগ-সুবিধা সবই দিচ্ছি। অনুপ্রেরণা জোগাতে অর্থ বড় একটা ফ্যাক্টর। দুশ্চিন্তামুক্ত থাকলে নির্ভার হয়ে খেলা যায়। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা কিংস এর সবই দিয়েছে এবং দেবে। তাই গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশের শিরোপা জয়ের পেছনে বসুন্ধরা কিংস ভূমিকা রেখেছে।’

বাফুফে সহ সভাপতি বলেন, ‘চেয়ারম্যান স্যার বিশ্বাস করেন মেয়েরা তাদের সাফল্য অব্যাহত রাখবে। ফুটবলে আরো উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে বসুন্ধরা গ্রুপ নারী সাফজয়ী মেয়েদের বর্ণাঢ্য সংবর্ধনা দেবে। আগামী মাসে হবে এ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এর আগে আমরা অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে। নারী ফুটবল উন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করছে এবং করে যাবে। এখন অন্যদেরও এগিয়ে আসতে হবে। সবার প্রচেষ্টায় যেন আমরা বড় স্বপ্ন দেখতে পারি।’

এর আগে তমা গ্রুপের পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ও গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন। তার আগে চ্যাম্পিয়ন নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’

জেডআই/

আর্কাইভ