• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৪:৩৩ পিএম

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

প্রতীক ওমর

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২২ আসরের অভাগা এক দলের নাম আফগানিস্তান। ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে সুপার টুয়েলভ শুরুর পর আর মাঠেই নামতে পারেনি নবিরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। জয়ের দেখা পায়নি তারা।

তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সবার নিচে আফগানরা। সেমিফাইনালের সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও যদি-কিন্তুর ওপর ভর করে শেষ দুই ম্যাচে স্বস্তির জয় চায় আফগানিস্তান।

অন্যদিকে সেমিফাইনাল প্রায় হাত ফসকে বেরিয়ে গেছে লঙ্কানদের। তবুও জেগে আছে ক্ষীণ সম্ভাবনা। এ জন্য শেষ দুই ম্যাচে আফগানসিস্তান ও ইংল্যান্ডকে হারাতে হবে। পাশাপাশি প্রতিপক্ষ দলগুলোর বাজে ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

আফগানিস্তান একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গনি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ এবং ফজলহক ফারুকী।

শ্রীলঙ্কা একাদশ:

পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্রমোদ মদুশান, মহেশ থেকশানা, কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা।

 

এসএএস/এএল

আর্কাইভ