• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারত ম্যাচ ক্রিকেটারদের জন্য বড় শিক্ষা : শ্রীরাম

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৫:৫৭ পিএম

ভারত ম্যাচ ক্রিকেটারদের জন্য বড় শিক্ষা : শ্রীরাম

ক্রীড়া ডেস্ক

অ্যাডিলেড ওভালে গত বুধবার (২ নভেম্বর) বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ম্যাচটি শেষের তিন দিন হয়ে গেলেও যেন আলোচনা থামছেই না কিছুতে। ম্যাচের পর এখনো মাঠের বাইরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে বাংলাদেশ হেরেছিল পাঁচ রানের ব্যবধানে। তবে সে ম্যাচটিকে ক্রিকেটারদের জন্য বড় শিক্ষা বলে আখ্যা দিয়েছেন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে শ্রীধরন শ্রীরাম এই মন্তব্য করেছেন।

ভারতীয় এই কোচ বলেন, ‘ম্যাচের আগে যদি কেউ বলতো, আমরা ভারতের সঙ্গে পাঁচ রানে হারবো। এটা যে কেউ মেনে নিতো। আমার মনে হয় ভারতকে হারানোর মতো একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। কিন্তু প্রতিদিন লাইনটা পার করতে পারবো না। তবে এত কাছে আসা ছেলেদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। ’

শ্রীরাম আরও বেলন, ‘আমার মনে হয় শেষ অবধি মাত্র পাঁচ রানে হারার পর, ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল। তারা বুঝতে পেরেছে কত বড় সুযোগ হারিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা। দলকে এটা অনেক আত্মবিশ্বাস দেবে, ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানানো আর এত কাছে আসা বোঝায়, আমরা খুব বেশি দূরে নেই।’

ভারতের সঙ্গে কাছে গিয়ে হারার প্রসঙ্গ আসতেই শ্রীরাম বলেছেন, অতীত নিয়ে ভাবতে চান না তিনি। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা নতুন শুরু। আমি জানি না আগে কী হয়েছে, সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুইটা ক্লোজ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষে ক্লোজ ম্যাচ হেরেছি, কিন্তু এটা হয়ই। এটাকে আমি নতুন শুরু হিসেবে দেখি। অতীত নিয়ে পড়ে থাকি না আমি। অতীতে ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না। ’

এআরআই

আর্কাইভ