• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ নিশ্চিত করতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৬:০৬ পিএম

সিরিজ নিশ্চিত করতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। এবার একাদশে আনা হয়েছে এক পরিবর্তন। পেসার হাসান মাহমুদের পরিবর্তে দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। হোম অব ক্রিকেটে বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হয়েছে  সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।

৭ বছর আগেরকার দুঃস্মৃতি হাতছানি দিচ্ছে ভারতকে। দ্বিতীয় ম্যাচে হারলেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কাছে খোয়াতে হবে ওয়ানডে সিরিজ।

এদিকে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে টাইগাররা মাঠে নামলেও, লড়াইটা কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‍‍`শেষ ম্যাচের ইতিবাচক দিক ও শিক্ষণীয় বিষয়গুলো আমাদের কাজে লাগাতে হবে। এই ম্যাচে আমাদের প্রতিটি সেক্টরেই উন্নতি করতে হবে। কারণ আমরা জানি, এটা কঠিন এক লড়াই হবে।‍‍`

অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজের লড়াইয়ে প্রত্যাবর্তন করতে চায় টিম ইন্ডিয়া। ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান বলেন, ‍‍`এটা প্রথমবার নয় যে আমরা সিরিজের প্রথম ম্যাচে হেরেছি। এটা স্বাভাবিক এবং আমরা জানি এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়।‍‍`

আরও পড়ুন: এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি

এখন পর্যন্ত এই ফরম্যাটে ৩৭ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। জয়-পরাজয়ের হিসেবে বড় ফারাক দুদলের। ম্যান ইন ব্লুদের ৩০ জয়ের বিপরীতে টাইগাররা জিতেছে ছয়টিতে। তবে প্রতিবেশী দুই দলের লড়াই বরাবরই ছড়িয়েছে উত্তেজনার পারদ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক),এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
 

 

সজিব/ 

আর্কাইভ