• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শাস্তির মুখে আর্জেন্টিনার মার্টিনেজ!

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৭:১০ পিএম

শাস্তির মুখে আর্জেন্টিনার মার্টিনেজ!

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর উল্লাস ফেঁটে পড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। এর মধ্যে দলীয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের উদযাপনের ভঙ্গিটা ছিল অশালীন। এবার সেটা নিয়েই তদন্তে নেমেছে ফিফা। সেখানেই শাস্তি ‍মুখে পড়েছেন মার্টিনেজ।

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মার্টিনেজ। আর্জেন্টিনাকে শিরোপা জেতার পেছনে বড় অবদান রয়েছে তার। গোল্ডেন গ্লাভস জেতার পর থেকে শুরু করে নিজ দেশে ফিরে এমবাপ্পের পুতুল নিয়ে উল্লাসের কারণে বারবার সমালোচিত হয়েছেন তিনি।

এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, ‘নীতিমালার ১১, ১২ ও ৪৪ নম্বর ধারা ভেঙেছেন মার্টিনেজ। ১১ নম্বর ধারা অনুযায়ী আক্রমণাত্মক আচরণ ও ফেয়ারপ্লের নীতিমালা লঙ্ঘন এবং ১২ নম্বর আইন অনুযায়ী খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণের অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দোষ প্রমাণিত হয় তা হলে মার্তিনেসের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’


 

আর্কাইভ