• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নেপালেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৬:৪৪ পিএম

নেপালেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

চীনের মাটিতে এশিয়ান গেমস ফুটবলে যখন বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়, তার প্রায় একই সময়ে নেপালে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়। নেপালের মাটিতে গতকাল শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

ভারত ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ সাফে ভারতের কাছে বাংলাদেশ গোল হজম করেছে খেলা শুরুর ৩৪ সেকেন্ডে মধ্যে। গোল শোধ করার চেষ্টা করতে গিয়ে দ্বিতীয় গোল হজম করেছে বিরতির অতিরিক্ত সময়ে (২-০)।

তবু বাংলাদেশের যুবরা গোল করে খেলায় ফেরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষ বাঁশির আগে তৃতীয় গোল হজম করে। ভারতের কাছে হার দিয়ে শুরু করায় বাংলাদেশের সামনে এখন দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ