• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফোন দিয়ে বাংলাদেশ দলকে যে বার্তা সাকিবের

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৭:১৬ পিএম

ফোন দিয়ে বাংলাদেশ দলকে যে বার্তা সাকিবের

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ মিস করেন বাংলাদেশ অধিনায়ক। বাঁ হাতের আঙুলের চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে নিজে না থাকলেও ফোন করে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাকিব।

সোমবার (২৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সাকিব ভাইকে অবশ্যই আমরা মিস করব। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে গতকাল রাতে কথা হয়েছে। তিনি ফোন করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।’

শান্ত আরও বলেন, ‘বাংলাদেশ দলের পাশাপাশি সব খেলোয়াড়দেরও শুভকামনা জানিয়েছেন সাকিব ভাই। যেন ক্রিকেটাররা ভালো করে। আমরা যে জিনিসটা করতে পারি, ওটাই যেন আমরা ম্যাচে করি।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ