• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের রেকর্ড ভেঙে শীর্ষে ভারত

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ১২:৫৩ এএম

পাকিস্তানের রেকর্ড ভেঙে শীর্ষে ভারত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ভারত। অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। এ জয়ের সুবাদে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে চিরপ্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলার রেকর্ড গড়ে সূর্যকুমার যাদবের দল।

শুক্রবার (১ ডিসেম্বর) ছত্তিশগড়ের রায়পুরার শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় ভারত। যা ক্রিকেটরে সংক্ষিপ্ত ফরম্যাটে স্বাগতিকদের ১৩৬তম জয়।

২২৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়ের সংখ্যা ১৩৫। অন্যদিকে ২১৩ টি-টোয়েন্টি ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ভারত। অর্থাৎ পাকিস্তানের চেয়ে ১৩টি ম্যাচ কম খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ল রোহিত-কোহলিদের দেশ।

২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে ভারতের। এখন পর্যন্ত ২১৩ ম্যাচে ১৩৬ জয়, ৬৭ হার ও ১টি ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। অপরদিকে প্রায় একই সময়ে অভিষেকের পর ২২৬টি টি-টোয়েন্টিতে ১৩৫ ম্যাচ জিতেছে পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের পর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। কিউইরা ২০০ টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে জয় লাভ করেছে। ১৮১ ম্যাচ খেলে ৯৫ জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের সমান ৯৫ জয় নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ জিতে তালিকার ১২তম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৭৪ জয় নিয়ে ৯তম স্থানে আছে আফগানিস্তান। ৬৪ ম্যাচ জিতে ১০তম অবস্থানে আয়ারল্যান্ড এবং সদ্যই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া উগান্ডাও টাইগারদের থেকে এগিয়ে রয়েছে। ৬২ টি-টোয়েন্টি জিতে আফ্রিকান দেশটির অবস্থান ১১তম স্থানে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ