• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বেহেস্তি ফুল

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ১২:১৮ এএম

বেহেস্তি ফুল

সৈয়দ আতিক, ঢাকা

তুমি সত্য সুন্দর 
বেহেস্তি ফুল
তুমি নির্মল সতেজ
নির্লোভ দুর্লভ অর্জন
তোমার হাসির ঝলকে
চোখের পলকে পলকে
যে ঘ্রাণ বেরোয়
ফুলের সুবাসের মতো
সে ঘ্রাণ নিয়ে বেঁচে থাকবো
আমি অনন্তকাল।

একদিন সমস্ত পাখিরা 
শেষ নীড়ে ফিরে যাবে 
ফুলগুলো সব ঘ্রাণ হারা হয়ে  
পরলোকে যাবে 
সেদিনও তোমার ঘ্রাণে ঘ্রাণে
তোমাকে খুঁজে নিয়ে 
চলে যাবো স্বর্গের দেশে 
জোড়া অতিথি হয়ে।

আর্কাইভ