• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেঘেদের উড়ো চিঠি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০১:২২ এএম

মেঘেদের উড়ো চিঠি

শিবানী চ্যাটার্জ্জী

মেঘেদের উড়ো চিঠি আজ,
ফেলে দিয়ে গেল সবুজ বনানীর ডাকবাক্সে,
পড়ন্ত বিকেলের রোদ্দুরে
মেঘেরা চিঠিতে কি লিখে দিয়ে গেল?
খুব জানতে ইচ্ছে করছে,
হাজার প্রশ্ন মনে, প্রেমপত্র বুঝি?
সবুজ বনানীর অভিলাষা হৃদয় চায় যে একটু শুধু ভালোবাসা,
মেঘেদের প্রেমের মত্ততার আবেগের বৃষ্টি ভেজাবে বনানীর তনুমন,
সিক্ত শরীরে মায়াবী চোখ জুড়িয়ে থাকবে সুবাসিত প্রেমের রঙ,
ঢালো সুধা আরও ঢালো মেঘ আমার অঙ্গে তরঙ্গসম,
আমি যে চাই আরও থেকে আরোতর সবুজ হতে,
আমার প্রাণখোলা হাসি ধ্বনিত রণিত হবে বসুন্ধরার মাঝে,
ছুটবো বিতস্তার পাড় ধরে সেই আমি সবুজ বনানী,
অরণ্যের দিনরাত্রির ফুলশয্যার সাক্ষী হয়ে মেঘেদের দল,
ফেলবে যখন নীল আকাশ থেকে পুষ্পবৃষ্টি, 
আদরে জড়িয়ে ধরে পৃথিবী বলবে আমায়,
সবুজ তুমিই পারো একমাত্র ভালো রাখতে আমায়।
আমার সুখ শান্তি সব যে তোমায় ঘিরে সবুজ,
বসুন্ধরার করজোড়ে স্বীকারোক্তির সাক্ষ্য হয়ে...
মেঘেদের প্রেমপত্র খুলে পড়ে বিস্মিত হলাম,
ওরা নাকি সবুজের সঙ্গে ঘর বাঁধতে চায় চিরতরে।
 

আর্কাইভ