• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভাইয়া আমার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৬:৪১ পিএম

ভাইয়া আমার

মু আ কুদ্দুস

আদর গুলো জ্বলে উঠলো তোমার হাসিতে
ঠিক যেন রাজহংসী সাঁতার কাটে নীল পদ্মবিলে...
ইস্কুলের সামনে তুমি
সব আলো যেন আশা বেঁধেছে তোমার জন্যে।

এখন কাঁদিনে ভাইয়া আমি
তোমার জন্য প্রতিদিন সব ভালোবাসা বেঁধে রাখি
এখন তোমার গাড়ি , বাইসাইকেল আমার সাথি
এখনও শখের খেলনা তোমার অপেক্ষা করে।
এখন তোমার ময়না মা চিকেন রাঁধেনা ,বলে
তাওয়াবের জন্য উনুন জ্বালিয়ে রেখেছি...
তাওয়াবের জন্য হাঁস ভূনা হবে এলে
তাওয়াব এলে রিক্সায় বনানী ঘুরবো 
বনানী মাঠে দেবো চার পাক।

বিশাল এই পৃথিবীর পাঠশালাতে তুমি ছাত্র 
বিশাল এই পৃথিবীর একজন আমি ঘুরি,
হাঁটতে হাঁটতে থেমে যাই...
আবার চলি নিজ ঠিকানা এবং সাথে থাকে আশা,অন্য কিছু সাথে নাই।

বিস্তর দূরে তুমি মনেই হয় না...

ভালোবাসা এতো কাছে থাকে জল হয়ে ঝরে
ভালোবাসা তোমাকে সর্বক্ষণ আমার হয়ে থাকে
ভালোবাসা সব তোমাকে দিলাম...
দিলাম আদর আকাশের নক্ষত্র রঙিন আলোতে 
সব আলোতে বেড়ে ওঠো তুমি সব ভালোতে।

আমি আছি তোমার সাথে স্বপ্নের একজন
আমি আছি তোমার পাশে আমরণ  চিরন্তন।

আর্কাইভ