• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৬:৫১ পিএম

ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী

ছবিঃ সিটি নিউজ ঢাকা

বনশ্রী দাস

নয় আমি লেখক, নয় আমি সাহিত্যিক-
নয় আমি কবি, আমি এক তুচ্ছ নগন্য ক্ষুদ্রাতিক্ষুদ্র এক প্রাণী--
আমি লিখতে ভীষণ ভালোবাসি, যদিও আমার লেখার ক্ষমতা অতি ক্ষীণ, অগোছালো----
আমি লিখি আমার মনের ভাব শব্দ গুচ্ছ দিয়ে, অলঙ্কৃত করে  মনের পাতায় চীর সবুজ করে রাখতে।।
আমার কলমের আঁচড়ে বেড়িয়ে আসে হৃদয় ক্ষতে সমাধিস্থ কথামালা, কল্পনায় ভালো থাকা, জীবন চলার  অভিজ্ঞতা, ক্ষোভের আগ্নেয়গিরি। 

জীবনের বিকেলে মনের আকাশে উদাস সময় এনে দেয় এক পৃথিবী স্বপ্নের স্মৃতি, নতুন করে মনের ভাব প্রকাশ করে বেঁচে থাকার এক অদ্ভুত আশ্বাস। 
আমার কলম সাহায্য করে জীবনের ব্যর্থতা, জীবনের যন্ত্রণা কিছুটা হলেও উপশম  করতে।
জানি সকল ইচ্ছে, স্বপ্ন, আশা ফলবতী হয় না, পূরণ হয় না-- তাতে আমার কোনো আক্ষেপও নেই--
অযাচিত হয়েই থাকতে চাই সকলের কাছে চিরটাকাল আমার আকাঙ্ক্ষিত স্বপ্নের শব্দ গুচ্ছ নিয়ে।

 

সাজেদ/

আর্কাইভ