• ঢাকা শনিবার
    ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বসুন্ধরা কিংসের অনুরোধে এএফসি কাপের সূচি পরিবর্তন

প্রকাশিত: জুন ২, ২০২১, ১২:২৬ পিএম

বসুন্ধরা কিংসের অনুরোধে এএফসি কাপের সূচি পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং আবাহনী লিমিটেড যা করতে পারেনি, তাই করে দেখাল বসুন্ধরা কিংস। দেশের শীর্ষ এই ক্লাবটির অনুরোধে এএফসি কাপের সূচি পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কিন্তু চিঠি চালাচালি আর দেনদরবার করে নিজেদের ম্যাচের ভেন্যু আর সূচি বদলাতে পারেনি দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাদের।

জুনে এএফসি কাপে খেলার সূচি ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু একই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থাকায় এএফসির কাছে সূচি বদলের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল দলটি। তাদের আবেদনের প্রেক্ষিতে এএফসি কাপের নতুন সূচি দিয়েছে এএফসি। নতুন সূচি অনুযায়ী ১৮ থেকে ২৪ আগস্ট এএফসি কাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ক্লাব ঈগলসের মধ্যকার প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

অনুরোধ রাখায় এএফসিকে ধন্যবাদ জানিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এএফসি কাপ পেছানোর অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশের সকল ক্লাবগুলোর স্বার্থে। আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে এএফসি কাপের খেলা আগস্ট মাসে নিয়ে যাওয়ার এই সিদ্বান্তকে আমরা স্বাগত জানাই, কারণ এতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সকল খেলা যথাসময়ে শেষ হবে। বাংলাদেশের সব ক্লাব আর্থিকভাবে লাভবান হবে এবং সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে পারবে।’

তিনি বলেন, ‘আগস্টে খেলা হওয়ায় এবার স্বাগতিক হওয়ার আবেদন করবে বসুন্ধরা কিংস, ‘যেহেতু খেলা আগস্ট মাসে চলে আসছে তাই বসুন্ধরা কিংস এবার হোস্ট হওয়ার জন্য আবেদন করবে।’ 

এএফসি কাফে বসুন্ধরা কিংসের নতুন সূচি :
১৮ আগস্ট বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস
২১ আগস্ট বসুন্ধরা কিংস বনাম প্লে অফ বিজয়ী
২৪ আগস্ট বসুন্ধরা কিংস বনাম অ্যাথলেটিকো মোহনবাগান 

জেডআই/এএমকে
আর্কাইভ