• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বেগমগঞ্জে টিটু বাহিনীর দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১১:১০ পিএম

বেগমগঞ্জে টিটু বাহিনীর দুই সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- একাব্বরপুর গ্রামের মো. মিলনের ছেলে তারেক হোসেন (২১) ও ভবভদ্রী গ্রামের ফকির আব্দুল মান্নানের ছেলে ফয়সাল আমিন (৩০)। তারা দুইজন সন্ত্রাসী টিটু বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী গ্রেফতারের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী তারেক ও ভবভদ্রী গ্রামের অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করা হয়। তারা উভয় অস্ত্রধারী সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ