• ঢাকা শুক্রবার
    ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সংস্কৃতিমনা শেখ হাসিনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৫:০২ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সংস্কৃতিমনা শেখ হাসিনা

বিনোদন প্রতিবেদক

আজ ২৮ সেপ্টেম্বর, মমতাময়ী মা, সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। তার হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন চলচ্চিত্রের কারখানা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।

বাবার মতো মেয়েও বেশ সংস্কৃতিমনা। বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন দিন-রাত। দেশের অন্যান্য সেক্টরের মতো চলচ্চিত্র,শিল্প, সাহিত্যকে সামনের দিকে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন।

শিল্পীদের প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা বরাবরই যেন একটু অন্যরকম। যার উদাহরণ অনেকবার মিলেছে। গণভবনে একাধিকবার শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন নববর্ষে। আবার কোনো শিল্পী অসুস্থ হলেই পাশে দাঁড়িয়েছেন তিনি। দেশের অনেক গুনী শিল্পীকে নানা সময় নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।


এ দিকে করোনা মহামারিতে যখন শিল্পীদের সব ধরনের কাজ বন্ধ হয়ে পড়ে, ঠিক সেই সময় পাশে এসে দাঁড়ান মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসচ্ছল শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পাশাপাশি ঈদে শিল্পী সমিতির মাধ্যমে ৫০০ জন শিল্পীকে আলাদাভাবে ঈদ উপহার দিয়েছেন।

চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করতে অক্ষম, অসমর্থ ও অসচ্ছল, অসুস্থ শিল্পীদের চিকিৎসার কল্যাণ ট্রাস্টের প্রয়োজন। ইতোমধ্যে  ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাস হয়েছে। শুরুতে ফান্ডে ১০ কোটি টাকার কথা বলা হলেও এখন সেই পরিমাণ ৩৮ কোটি।

করোনা মহামারির কারণে আজ চলচ্চিত্রের বেশ বেহাল দশা। কমে গেছে চলচ্চিত্র নির্মাণ। যার ফলে বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা হল। শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মাঝে উল্লেখ যোগ্য হলো সিনেমা হল মালিকদের ঋণ প্রদান।


প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে সিনেমা হলের জন্য এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলোর মাধ্যমে সিনেমা হল নির্মাণ, সংস্কার এবং আধুনিকায়নে কম সুদে ঋণ পাবেন মালিকেরা।

সাংস্কৃতিক নতুন জোয়ার রাজধানী থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়ার মূল পথিকৃৎ শেখ হাসিনা। তার হাত ধরেই বিশ্বের দরবারে নিজেদের সাংস্কৃতিকে তুলে ধরব আমরা। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এস/এম. জামান

আর্কাইভ