
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
দেখুন কী কাণ্ড! সেলফি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ে এসে পড়ে যাওয়া! হ্যাঁ, ব্যাপারটা এমনই ঘটলো বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বিমানবন্দরে সেলেব এসে পৌঁছলেই পাপারাজ্জিরা হুমড়ি খেয়ে পড়েন ছবি তোলার জন্য। ঠিক এই সময় এদিক-ওদিক থেকে হাজির হন বহু অনুরাগীরা। তাঁদেরও আবদার সেলেবের সঙ্গে একটা সেলফি। মালাইকাকে কাছে পেয়ে এমনটাই আবদার করলেন এক যুবক।
ফোন নিয়ে সোজা এগিয়ে গেলেন মালাইকার দিকে। আর তারপরই বাধলো গণ্ডগোল। ছবি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ের উপর গিয়ে পড়লেন যুবক। ব্যস, ক্ষেপে লাল মালাইকা! যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে গটগট করে সোজা হাঁটা দিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর আগে ক্যামেরার সামনে ছবি তোলার সময় হঠাৎই এক ব্যক্তি হাত দিয়ে ফেলেছিল মালাইকার ক্লিভেজে। সেই সময়ও নিজেকে সামলে নিয়েছিলেন মালাইকা। হাত দিয়ে ঢাকেন ক্লিভেজ। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
/এএল
আপনার মতামত লিখুন :