
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০১:২৮ এএম
নিজের বেডরুম সাজিয়েছেন লালরঙা
বেলুন আর উপহারসামগ্রী দিয়ে। বেলুনগুলোর গায়ে লেখা ছিল, ‘আমি তোমাকে
ভালোবাসি’।আবেগের
বশে লক্ষ করলেন না, ছবি তোলার সময় তার সামনে একটা আয়না ছিল,
যে কারণে ছবিতে মুসো না থাকলেও আয়নার প্রতিফলনে যে কোনো দর্শকই বুঝবেন,
ছবিটা মুসোই তুলেছেন।
প্রেমিকাকে ধন্যবাদ জানাতে ইনস্টাগ্রামে ভুলবশত নিজের সেই নগ্ন ছবি পোস্ট করে ফেলেন আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা।
আন্তর্জাতিক বিরতি শেষে আর্জেন্টিনা থেকে ক্লাব আতালান্তায় ফিরেছেন মুসো। ইতালির বারগামো শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে প্রেমিকা আনা আরিয়াওদুকে নিয়ে বাস করেন তিনি। মুসো ফেরার পর তাকে স্বাগত জানান তার প্রেমিকা। বাহারি বেলুন দিয়ে সাজান বেডরুম। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে প্রিয়তমাকে ধন্যবাদ জানান আর্জেন্টাইন গোলরক্ষক। তবে বিপত্তি বাঁধায় একটি আয়না।
প্রতিবিম্বে দেখা যায় ছবি তোলার সময় পুরোপুরি নগ্ন ছিলেন মুসো। ছবি পোস্ট করার পর ব্যাপারটা নজরে আসে তার। ততক্ষণে ভাইরাল হয়ে যায় পোস্ট। দ্রুতই সেটি মুছে ফেলে টিশার্ট ও ট্রাইজার পরা অবস্থায় নতুন ছবি পোস্ট করেন মুসো। ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে লিখেন, ‘এটা হলো সংশোধিত ছবি।’ তার প্রেমিকাও ছবিটি শেয়ার করে কমেন্ট জুড়ে দেন, ‘সৌভাগ্যবশত আমি তোমাকে অনেক ভালোবাসি।’
২৭ বছর বয়সী মুসোর আর্জেন্টিনা দলে অভিষেক ২০১৯ সালে। এখন পর্যন্ত মাত্র ২ ম্যাচে গোল পোস্ট সামলানোর সুযোগ পেয়েছেন তিনি। ২০২১-২২ মৌসুমে তিনি যোগ দিয়েছেন সিরি আ’র ক্লাব আতালান্তায়। তাদের হয়ে সব প্রতিযোগিতায় এ পর্যন্ত ২৭ ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক।
জেডআই/ডাকুয়া